আন-নূর ওয়লেফয়োর ট্রাস্ট
র্আতমানবতার সেবায় নিয়োজিত একটি চ্যারটিব্যুল প্রতষ্ঠিান।
২০০৮ সালে জামেয়া নুরানিয়া ইসলামিয়া নামে প্রাথমকি একটি বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের পথচলা।
তারপর ধাপে ধাপে শিক্ষা সেবা ও প্রশিক্ষণ সহ বিভিন্ন র্কমসুচি অব্যাহত আছে। আমাদের মূলনীতি হল ৩ তিনটি । যথা ওয়েলফেয়ার, এডুকশেন ও ট্রেনিং ।
ওয়লে ফেয়ার:
গরীব অসহায়দরে মধ্যে শীতবস্ত্র বিতরণ। আপতকালীন সময়ে খাদ্য বিতরণ, চক্ষু শিবির, ম্যাডিক্যাল ক্যাম্প স্থাপন, টিউবওয়েল স্থাপন ইত্যাদি প্রজক্টে বাস্তবায়ন। বিশেষ করে পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরূপন র্কমসুচিও আমাদরে কাজের অংশ।
এডুকশেন: শিশু কিশোরদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তিপ্রদান। বিভিন্ন অবহেলিত এলাকায় শিক্ষার ভাল পরিবেশ তৈরির জন্য সারবিক সহযোগিতা প্রদান। উত্তর বংগের অবহেলিত এলাকা তথা রংপুর লালমনরিহাট এলাকায় প্রায় ১৩৫০ বছরের পুরনো ৬৯ হিজরির একটি ঐতিহাসিক সাহাবা মসজদি নির্মাণ কাজ শুরু করা হয়েছে। যাতে করে অত্র এলাকায় শিক্ষার আলোর বিস্তার ঘটে।
জামেয়া নুরানিয়া ইসলামিয়া পরিচালনা, সাহাবা মাদরাসা সার্পোট সহ বাংলাদশেরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন-নূর ওয়েলফেয়ার ট্রাস্ট এর র্কাযক্রম অব্যাহত আছে। লন্ডনে আন-নূর ইসলামিক স্কুল পরিচালনা সহ শিক্ষা উপকরণ সার্পোট এর পাশাপাশি বিভিন্ন সময় লোকাল কাউন্সিলের ফোড ব্যাংকে সহযোগতিা প্রদান করাও আমাদের কাজের একটি অংশ।
ট্রেনিং বা প্রশক্ষিণ:
শিক্ষক প্রশিক্ষণ, রামাদান ক্বেরাত প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ র্কোস গুলো আন-নূর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনা করে। বিশেষ করে মহিলাদেরকে স্বাভলম্বি করে তুলার জন্য এবং বেকার সমস্যা কাটিয়ে উঠতে আন-নূররে পক্ষথকেে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু আছে।